মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল নওয়াজ শরিফকে; দেশও ছেড়েছিলেন তিনি। এবার তার সে পদেই ফিরেছেন ছোট ভাই শাহবাজ শরিফ। এমন প্রেক্ষাপটে পাল্টে গেছে অনেক হিসাব। আগামী ঈদের পর তাই দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ।
জিও নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাভেদ বলেন, আগামী ঈদের পর দেশে ফিরবেন নওয়াজ শরিফ। দেশে এখন কোনো মহামারি নেই; দ্রুতই তিনি ফিরবেন।
২০১৯ সালে শারীরিক অসুস্থতার কারণে নওয়াজকে লন্ডনে যেতে অনুমতি দিয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
পিএমএল নেতা জাভেদ বলেন, তিনি (নওয়াজ শরিফ) আদালত এবং আইনের শাসনের মুখোমুখি হবেন। আমরা আশা করি, কাউকেই হয়তো আর কোনো বর্বরতার শিকার হতে হবে না।
তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ অবশ্য কোনোবারই মেয়াদ শেষ করতে পারেননি। প্রথমবার ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ১৯৯৭ সালে। পরের বছরই ক্ষমতা হারান। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১৩ সালে।
এই মেয়াদে ক্ষমতায় থাকতেই ২০১৭ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন নওয়াজ শরিফ। এতে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে তাকে যেতে হয় কারাগারে। দুই বছর কারাভোগের পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পান পিএমএল প্রতিষ্ঠাতা ও দলের সর্বোচ্চ এই নেতা।
নানা ঘটনার পর বিরোধীদের উত্থাপন করা অনাস্থা ভোটে পদচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার মধ্যরাতে ভোটে হেরে বিদায় নেন তিনি।
এরপরই সোমবার ইমরানবিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। পিএমএল-এনের সভাপতি তিনি।