বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনকে এস-৩০০ দিল স্লোভাকিয়া

  •    
  • ৯ এপ্রিল, ২০২২ ১২:২৫

ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ব্যবস্থা কয়টি দেয়া হয়েছে তা স্পষ্ট নয়। চেকোস্লোভাকিয়া থেকে বিভক্ত হওয়ার পর স্লোভাকিয়ায় সোভিয়েত নির্মিত এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটালিয়ন ছিল। সাধারণত একটি এস-৩০০ ব্যাটালিয়নে ১২টি স্বচালিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং একটি রাডার থাকে।

একসময়ের সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং বর্তমানে ন্যাটোভুক্ত দেশ স্লোভাকিয়া এবার ইউক্রেনকে সোভিয়েত নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দিয়েছে। শুক্রবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার এমনটাই জানিয়েছেন।

রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও স্লোভাক প্রধানমন্ত্রী হেগার এক ফেসবুক পোস্টে বলেছেন, ইউক্রেনকে এস-৩০০ দেয়ার মানে এই নয় যে ব্রাতিস্লাভা মস্কোর সঙ্গে বিরোধে জড়িয়ে গেছে।

এডুয়ার্ড হেগার বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে স্লোভাকিয়া আত্মরক্ষায় সাহায্য করার অনুরোধের ভিত্তিতে ইউক্রেনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে।’

তিনি দাবি করেছেন, এটি একটি দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এস-৩০০ সম্পূর্ণভাবেই প্রতিরক্ষামূলক।

একই সঙ্গে তিনি বলেছেন, এই পদক্ষেপে স্লোভাকিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থায় কোনোভাবেই আপস করা হয়নি।

ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য উৎক্ষেপক ব্যবস্থা কয়টি দেয়া হয়েছে তা স্পষ্ট নয়। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া থেকে বিভক্ত হওয়ার পর স্লোভাকিয়ায় সোভিয়েত নির্মিত এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটালিয়ন ছিল।

সাধারণত একটি এস-৩০০ ব্যাটালিয়নে ১২টি স্বচালিত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং একটি রাডার থাকে। এটি সোভিয়েত আমলে নির্মিত দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনের হয়ে পশ্চিমারা সরাসরি যুদ্ধে না জড়ালেও রাশিয়ার সঙ্গে দেশটির লড়াইয়ের শুরুর থেকেই অস্ত্র সরবরাহ করে আসছে ন্যাটোভুক্ত দেশগুলো। প্রথমদিকে ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ম্যানপ্যাডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এম-৪ রাইফেল সরবরাহ করলেও এখন ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ শুরু করেছে ন্যাটোভুক্ত দেশগুলো।

এরই ধারাবাহিকতায় স্লোভাকিয়া এবার ইউক্রেনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার বিষয়টি জানাল।

রাশিয়া বলছে, ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষার জন্যই সামরিক পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর