রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন গোটা বিশ্ব দুটি পক্ষে ভাগ হয়ে গেছে সেখানে ভারত মানবতার বার্তা তুলে ধরেছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসের ভাষণে এ কথা জানান তিনি।
এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলটির প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করার কথাও উল্লেখ করেন বিজেপির এ নেতা।
মোদি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন নিয়ে আজ যেখানে গোটা বিশ্ব দুই ভাগ হয়ে গেছে সেখানে ভারত কোনো ভয় বা চাপের মুখে না পড়ে নিজেদের অবস্থান নিয়েছে। বর্তমানে ভারতকে এমন একটি দেশ হিসেবেই দেখা হয় যারা দৃঢ়ভাবে মানবতার কথা বলতে পারে।’
বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গেই স্বাধীনতার ৭৫তম বর্ষ, যাকে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নাম দেয়া হয়েছে তা মিলে গেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনুপ্রেরণা নেয়ার জন্য এটা একটা বড় সুযোগ। একই সঙ্গে বিশ্বের পরিস্থিতিও দ্রুত পরিবর্তন হচ্ছে। এ কারণে ভারতের সামনে একাধিক নতুন সুযোগ আসতে যাচ্ছে।’
সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে চার রাজ্যেই জয় পেয়েছে বিজেপি। এর জন্য বিজেপি কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। বলেন, “বিজেপির প্রতিটি সদস্যের দায়িত্ব বেড়েই চলেছে। বিজেপির প্রতিটি কর্মীই দেশের স্বপ্নের প্রতিনিধি। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই বিজেপি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র শপথকে মজবুত করে তুলছে।”
বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জীবনযাত্রায় উন্নতি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ স্বীকার করে নিয়েছিলেন যে সরকারই হোক বা কোনো রাজনৈতিক দল- দেশের জন্য কেউ কিছু করবে না। কিন্তু আজ দেশের প্রতিটি মানুষ গর্বের সঙ্গে বলতে পারেন, আমাদের দেশ পরিবর্তিত হচ্ছে এবং অগ্রগতি হচ্ছে।’