বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কমপক্ষে ১০০ জনের মৃত্যু

  •    
  • ৪ এপ্রিল, ২০২২ ১৪:৩৩

জীবিত উদ্ধার হওয়া চার ব্যক্তি এমএসএফ-কে জানিয়েছেন, তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় যাত্রা শুরু করেন। নোকাটি ডুবে যাওয়ার পর চার দিন ধরে ভূমধ্যসাগরে ভেসে ছিলেন তারা।

লিবিয়া থেকে ছেড়ে যাওয়া অভিবাসীবাহী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছে। তবে প্রাণ হারানো এই মানুষগুলো কোন দেশের তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম)।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।

এমএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া সময় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলগ্রিয়া-ওয়ান নামের একটি বাণিজ্যিক ট্যাংকারের নাবিকরা গত শনিবার ভূমধ্যসাগরে ওই চারজনকে একটি জীবনরক্ষাকারী ভেলায় ভেসে থাকতে দেখেন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

জীবিত চার ব্যক্তি এমএসএফ-কে জানিয়েছেন, তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় যাত্রা শুরু করেন। নোকাটি ডুবে যাওয়ার পর চার দিন ধরে ভূমধ্যসাগরে ভেসে ছিলেন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা কাউকে এমন জায়গায় ফিরিয়ে দেয়া উচিত হবে না, যেখানে তারা আটক ও দুর্ব্যবহারের মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে লিবিয়া নিরাপদ জায়গা নয়।

গত এক দশক ধরে এশিয়া ও আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে লিবিয়া। অভিবাসনপ্রত্যাশীরা প্রথমে লিবিয়ায় জড়ো হন। তারপর ছোট নৌকায় চেপে ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন তারা। মাঝে মাঝেই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাগুলো মাঝ সমুদ্রে ডুবে যায়।

বিশ্বসংস্থাটির অভিবাসনবিষয়ক সংস্থা- আইওএম প্রধান জুলিয়া ব্লেক জানিয়েছেন, ভূমধ্যসাগরে চলতি বছরের জানুয়ারিতে ৩৪৬ জন এবং গত বছরের ডিসেম্বরে ২৩ জনের মৃত্যু হয়। গত বছর এভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয় ২ হাজার ৪৮ জনের।

এ বিভাগের আরো খবর