মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার।
অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার।
স্থানীয় সময় শুক্রবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে খালিজ টাইমস জানিয়েছে।
ফেসবুকে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিলের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে রোজা শুরু হচ্ছে শনিবার।
এ ছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার।
ব্রুনাইয়ে রমজান মাস শুরু হবে রোববার। সে দেশেও চাঁদ দেখা যায়নি।
আর সৌদি আরবে এখনও চাঁদ দেখা যায়নি। বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে কর্তৃপক্ষ।