বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলন মাস্ক ‘বড় একা’

  •    
  • ২৭ মার্চ, ২০২২ ১৯:০৩

বড় একা লাগে তার। মাঝে মাঝে তো পোষ্য কুকুর ছাড়া কেউ পাশে থাকে না। মৃত্যুটাকেও তার মনে হয় একটা স্বস্তির ব্যাপার।

সবকিছু থেকেও যেন নেই। অর্থহীন আর ফাঁকা লাগে চারপাশ। প্রাপ্তি-অপ্রাপ্তির ভেদরেখা মিটে যায় মুহূর্তেই। এমন পরিস্থিতিকে কী বলা যায়? জীবন! হ্যাঁ এই তো জীবন। এমন একটা জীবনই কী তাহলে কাটাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক!

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক সম্প্রতি বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন তাতে অবশ্য এমনই মনে হয়।

ইলন মাস্ক বলেছেন, বড় একা লাগে তার। মাঝে মাঝে তো পোষ্য কুকুর ছাড়া কেউ পাশে থাকে না। মৃত্যুটাকেও তার মনে হয় একটা স্বস্তির ব্যাপার।

৩৩ বছর বয়সী পপতারকা গ্রিমসের সঙ্গে ঘর-সংসার ছিল ৫০ বছর বয়সী মাস্কের। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে শেষ পর্যন্ত সম্পর্কটা আর টেকেনি। বিচ্ছেদ হয়ে গেছে। আরেকজনের সঙ্গে বসবাস করছেন গ্রিমস।

সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘এমনও সময় অছে যখন আমি একা হয়ে যাই। আমি নিশ্চিত, কখনও কখনও প্রত্যেকেই আসলে একা। তবে এটাই মূল সৌন্দর্য।

‘যখন আমি কাজ করি, কুকুরটা আমার সঙ্গে থাকে। যখন ও থাকে না, তখন খুব একা অনুভব করি। এটাই স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া।’

দীর্ঘ জীবনের প্রত্যাশা প্রসঙ্গে এই ধনকুবের বলেন, ‘দীর্ঘ সময় বাঁচার জন্য আমাদের চেষ্টা করা উচিত নয় বলে আমি মনে করি।

‘অধিকাংশ মানুষেরই মনের কোনো পরিবর্তন হয় না। সুতরাং তাদের যদি মৃত্যু না হয়, আমরা পুরোনো বিশ্বাসেই আটকে থাকব। সমাজের কোনো পরিবর্তন হবে না।’

নিজের স্বাস্থ্য প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, ‘আমি স্বাস্থ্যের যত্ন নিতে পছন্দ করি। তবে মৃত্যু নিয়ে আমার ভয় নেই। আমার মনে হয় মৃত্যু একটা স্বস্তির ব্যাপার।’

এ বিভাগের আরো খবর