বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুল বলেই যাচ্ছেন বাইডেন

  •    
  • ২৬ মার্চ, ২০২২ ২১:৪৩

নিজের প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে মুখ ফসকে পররাষ্ট্রমন্ত্রী সম্বোধন করে ফেলেছেন বাইডেন। শুধু তা-ই নয়, অস্টিনের সাবেক সামরিক পদবিও ব্যবহার করেন প্রেসিডেন্ট বাইডেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চাপের মুখে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক ভুল বলছেন। তার এসব ভুল জন্ম দিচ্ছে হাস্যরসের।

সর্বশেষ নিজের প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে মুখ ফসকে পররাষ্ট্রমন্ত্রী সম্বোধন করে ফেলেছেন বাইডেন। শুধু তা-ই নয়, অস্টিনের সাবেক সামরিক পদবিও ব্যবহার করেন প্রেসিডেন্ট বাইডেন।

ইউক্রেন সংকট নিরসনে মিত্রদের সঙ্গে আলোচনা করতে পোল্যান্ডে আছেন ৭৯ বছর বয়সী বাইডেন। পূর্ব জেজো শহরে শুক্রবার পোল্যান্ড বিমানবাহিনীর ৮২তম ডিভিশনের প্যারাট্রুপারদের ধন্যবাদ জানানোর সময় ভুলটি করে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাইডেন তার বক্তব্যে বলেন, ‘সেক্রেটারি অফ স্টেট আমাকে পোল্যান্ডে ১২ হাজারের বেশি সেনা পাঠানোর বিষয়ে জানতে চেয়েছিলেন। এখানে এখন এক লাখ আমেরিকান সেনা আছে। আমরা এটা আর বাড়াতে চাই না। কারণ বাকি বিশ্বের প্রতিও আমাদের দায়িত্ব আছে।’

এর আগে ১ মার্চ স্টেট অফ দ্য ইউনিয়নে বক্তৃতা দেয়ার সময়েও বিভ্রাট ঘটান বাইডেন। ইউক্রেনের জায়গায় ইরানের নাম টেনে আনেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী এই প্রেসিডেন্ট বক্তব্যে বলেন, “পুতিন ট্যাংক নিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনই ‘ইরানি’ জনগণের হৃদয় জয় করতে পারবেন না।”

বক্তৃতা দেয়ার সময় বাইডেনের ঠিক পেছনেই বসেছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইউক্রেনের জায়গায় ইরান শব্দটি বলার সঙ্গে সঙ্গেই শুধরে দেন কমলা। পাশ থেকে তিনি বলে ওঠেন ‘ইউক্রেনীয়ান’।

ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ক্ষমতায় আসা বাইডেন গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে তার বেশি বয়স নিয়ে তখনই প্রশ্ন ওঠে। এক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে বাইডেন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন বলে সে সময় মত দেন প্রায় অর্ধেক আমেরিকান। গত বছরের মার্চে বিমানে ওঠার সময় সিঁড়িতে বাইডেনের তিনবার হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওয়াশিংটন ডিসি থেকে আটলান্টা যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে উঠছিলেন বাইডেন। এ সময় বিমানটির সিঁড়িতে পরপর হোঁচট খান তিনি। পরে অবশ্য ঠিকমতো বিমানের কেবিন পর্যন্ত পৌঁছান বাইডেন। সিঁড়ির মুখে দাঁড়িয়ে স্যালুটও দেন।

এ বিভাগের আরো খবর