বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে হামলা: সেনা হতাহতের তথ্য জানাল রাশিয়া

  •    
  • ২৫ মার্চ, ২০২২ ২৩:৪৭

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি ইউক্রেনে হামলায় অংশ নেয়া রাশিয়ার অর্ধেক সেনার প্রাণহানি ঘটেছে।

ইউক্রেনে হামলার সময় নিজেদের ১ হাজার ৩৫১ সেনার প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এছাড়া যুদ্ধে দেশটির ৩ হাজার ৮২৫ সেনা আহত হয়েছেন।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদসংস্থা রিয়া নভস্তির বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি ইউক্রেনে হামলায় অংশ নেয়া রাশিয়ার অর্ধেক সেনার প্রাণহানি ঘটেছে।

এর ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে তাদের ৪৯৮ জন নিহত হয়েছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর