বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রঙের উৎসব-শবেবরাত দুইই পালন করলেন নুসরাত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ মার্চ, ২০২২ ০৯:৫৪

দুই উদযাপনেই নিজেকে রেখেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। পোস্টের মাধ্যমে অনুরাগী ও অনুসারীদের জানিয়েছেন হোলির শুভেচ্ছা। আবার ডালা হাতে তারকা ও সংসদ সদস্যকে দেখা গেছে দরগাতেও।

রঙের উৎসব অর্থাৎ দোল আর শবেবরাত এক দিনেই ছিল এ বছর। শুক্রবারের দিনটি ছিল রঙিন আনন্দে মেতে ওঠার, আর রাতটা ছিল প্রার্থনার।

দুই উদযাপনেই নিজেকে রেখেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। পোস্টের মাধ্যমে অনুরাগী ও অনুসারীদের জানিয়েছেন হোলির শুভেচ্ছা। আবার ডালা হাতে তারকা ও সংসদ সদস্যকে দেখা গেছে দরগাতেও।

ঝলমলে নুসরাতকে ওই দিন দেখা গেছে হাল্কা পেস্তা সবুজ রঙের সালোয়ার-কামিজে। প্রথা মেনেই অংশ নিয়েছেন প্রার্থনায়। নামাজ পড়েছেন এক মনে। ওড়নায় মাথা ঢেকে মোনাজাত করেছেন, দরগায় বেঁধেছেন সুতাও।

দরগা থেকে অভিনেত্রীর শরীরে জড়িয়ে দেয়া হয় হলুদ রঙের চাদর। লাল-হলুদ তাগা বেঁধে দেয়া হয় হাতে। দর্শনার্থীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংসদে বাজেট অধিবেশনে যোগ দিতে সম্ভবত দিল্লিতে গিয়েছিলেন সংসদ সদস্য নুসরাত। সেখানেই কোনো এক দরগায় পালন করেছেন শবেবরাত।

পরে অভিনেত্রী জানান, বিশ্বাস রাখতে হবে সর্বশক্তিমানের ওপর। আস্থা রাখতে হবে সব ধর্মের ওপরে। ভালোবাসতে হবে সবাইকে। তাহলেই সৃষ্টিকর্তার রহমত পড়বে সবার ওপরে।

এ বিভাগের আরো খবর