বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলেনস্কির সেই কমেডি সিরিজ নেটফ্লিক্সে

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১৩:৪৪

২০১৫ সালে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ধারাবাহিক সিরিজে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয়ের পর ইউক্রেনের সত্যিকারের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। এবার সেই সিরিজটি ফিরে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তুমুল আলেচিত এই রাষ্ট্রনায়কের ছিল না রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক। ব্যক্তিজীবনে ছিলেন কৌতুক অভিনেতা। অভিনয় থেকে হঠাৎই রাজনীতিতে যাত্রা।

২০১৫ সালে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ধারাবাহিক সিরিজে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয়ের পর ইউক্রেনের সত্যিকারের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। এবার সেই সিরিজটি ফিরে এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

সিএনএনের প্রতিবেদনে বলা হযেছে, বুধবার এক টুইটে জেলেনস্কি অভিনীত সিরিজটি প্রচারের খবর জানিয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ টুইটারে লিখেছে, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’

তবে সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে শুধু যুক্তরাষ্ট্রে।

আইনে উচ্চতর ডিগ্রি নেয়ার পর নব্বইয়ের দশকের শেষ দিকে একটি কমেডিয়ান গ্রুপে যুক্ত হন জেলেনস্কি। দেশজুড়ে সংগঠনটির ব্যাপক জনপ্রিয়তা ছিল। সংগঠনের এগিয়ে যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সফলতা পাচ্ছিলেন এই অভিনেতাও।

প্যাডিংটন ও প্যাডিংটন-২-এ তার অনবদ্য অভিনয় তাকে সফলতা এনে দেয়।

আরও পড়ুন: জেলেনস্কি: কৌতুক অভিনেতা থেকে বিশ্বনায়ক

তবে ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিউপিল’ নামের টেলিভিশন শোতে তার অসামান্য অভিনয় তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেন ‘ভাসিলি গোলোবোরদকো’ নামের এক মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক হিসেবে। সিরিজটিতে তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামেন এবং এক পর্যায়ে দেশের প্রেসিডেন্ট হয়ে যান।

ওই সিরিজের শেষ পর্বে এক ভাষণে প্রেসিডেন্ট ‘ভাসিলি গোলোবোরদকো’কে ইউক্রেনের জনগণের উদ্দেশে বলতে শোনা যায়, “আজ, আমি শুরু করব দীর্ঘ প্রতীক্ষিত সেই শব্দগুলো দিয়ে, যা আমি গর্বের সঙ্গে উচ্চারণ করছি। শেষ পর্যন্ত ইউক্রেন ঐক্যবদ্ধ হলো, এটাই আমাদের জয়।”

চালু হওয়ার তিন বছরের মধ্যে এই ধারাবাহিকের সফলতা এর নির্মাতা প্রতিষ্ঠানকে রাজনৈতিক দল উন্মোচনের শক্তি জোগায়। জেলেনস্কিও সেই দলে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে রাজনীতিতে তার সফল পদচারণা শুরু হয়।

২০১৮ সালে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নামে একটি রাজনৈতিক দল খুলে বসেন জেলেনস্কি। আর সিরিজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই জেলেনস্কি আবির্ভূত হন সত্যিকারের প্রেসিডেন্ট হিসেবে।

এ বিভাগের আরো খবর