ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার সঙ্গে মঙ্গল গ্রহ অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) । সংস্থাটির সঙ্গে ২০২৪ সালে মঙ্গলে এক্সোমার্স নামে এই অভিযান চালানোর জন্য যৌথভাবে কাজ করছিল রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর এই যৌথ অভিযান ‘নামেমাত্র চলছে’ বলে জানিয়েছিল ইএসএ।
এই সপ্তাহে ফ্রান্সের প্যারিসে সংস্থাটির এক সভায় রোসকসমসের সঙ্গে অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার ইএসএর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে আগ্রাসনের কারণে মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে আমরা মর্মাহত। আমরা মহাকাশে বৈজ্ঞানিক অভিযানের গুরুত্ব স্বীকার করি। তবে ইএসএ একই সঙ্গে রাশিয়ার ওপর এর সদস্য দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞায় পুরোপুরি সমর্থন জানাচ্ছে।’
ইএসএর এই সিদ্ধান্তকে ‘তিক্তকর’ বলে অভিহিত করেছে রাশিয়া।
রোসকসমসের প্রধান ডিমিত্রি রোগোজিন বলেছেন, ‘মহাকাশপ্রেমীদের জন্য এটি খুবই বাজে সিদ্ধান্ত।‘
এক্সোমার্স অভিযানটি ২০২০ সালে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে এটি পিছিয়ে যায়।
মঙ্গলে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশযান পারসেভারেন্স ও চীনের মহাকাশযান ঝুরং অবস্থান করছে।