বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ রাজ্য কংগ্রেস সভাপতিকে বহিষ্কার করলেন সোনিয়া

  •    
  • ১৬ মার্চ, ২০২২ ০০:২৬

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মঙ্গলবার টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, কংগ্রেসের ইউনিটগুলোর ‘পুনর্গঠনের সুবিধার্থে’ পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পাঁচ রাজ্যে ভোটে ভরাডুবির পর প্রদেশ সভাপতিদের পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন ন্যাশনাল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এর ফলে পাঞ্জাবে কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুসহ পাঁচ প্রদেশ সভাপতি পদ হারালেন।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মঙ্গলবার টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, কংগ্রেসের ইউনিটগুলোর ‘পুনর্গঠনের সুবিধার্থে’ পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পাঁচ রাজ্যের ভোটে শোচনীয় হার হয়েছে কংগ্রেসের। চার রাজ্যে বিজেপির কাছে, পাঞ্জাবে হারতে হয়েছে আম আদমি পার্টির কাছে। মাত্র দুটি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে; রাজস্থান ও ছত্তিশগড়।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে রোববার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকে কংগ্রেস। চার ঘণ্টার বৈঠকে চলে নানা কাটাছেঁড়া। এতে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সোনিয়া গান্ধী পাঁচ রাজ্য সভাপতিতে বরখাস্ত করেন।

এর আগে শনিবার গুঞ্জন উঠেছিল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী পদত্যাগ করতে পারেন ওয়ার্কিং কমিটি থেকে। তবে বৈঠক শুরুর আগে কংগ্রেসের সদস্যরা যখন একে একে উপস্থিত হচ্ছেন, তখন সোনিয়া-রাহুলের সমর্থনে স্লোগান ওঠে বাইরে। কংগ্রেসের যুব নেতা-কর্মীরা সোনিয়ার বাসভবনের বাইরে স্লোগান তোলেন সোনিয়া-রাহুলের সমর্থনে।

ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলট বলেন, ‘রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করা হোক। তিনিই পারেন কংগ্রেসকে ফের সজীব করে তুলতে।’

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সোনিয়া, রাহুল এবং প্রিয়াংকা গান্ধী দলের জন্য তাদের পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে আমরা তা প্রত্যাখ্যান করেছি।’

এ বিভাগের আরো খবর