ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) সোমবার এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
ওএইচসিএইচআর জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৬টি শিশু রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা এর থেকে অনেক বেশি। কারণ হামলার মধ্যে কিয়েভ বা খারকিভের মতো শহর থেকে তথ্য পেতে তাদের দেরি হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।