বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কম দামে রাশিয়ার তেল কিনছে ভারত

  •    
  • ১৪ মার্চ, ২০২২ ১৮:১৩

ভারতজুড়ে যে পরিমাণ তেল ব্যবহার হয় তার ৮০ শতাংশই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এই তেলের ২-৩ শতাংশ আসে রাশিয়া থেকে।

ইউক্রেনে হামলা শুরুর পর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার মুখে জ্বালানি তেল রপ্তানি নিয়ে বেশ সংকটে পড়েছে রাশিয়া। এমন অবস্থায় এগিয়ে এসেছে ভারত। কম দামে তাদের তেল কিনে নেয়ার পরিকল্পনা করছে দেশটি।

ভারতীয় দুই কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ওই দুই কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, মূল্যছাড়ে রুপি-রুবল লেনদেন প্রক্রিয়ায় অপরিশোধিত তেল ও বিভিন্ন পণ্য কেনার পরিকল্পনা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়া জ্বালানি তেল ও নানা পণ্যের ওপর ব্যাপক হারে মূল্যছাড় দিয়েছে। আমরা এগুলো গ্রহণ করতে আনন্দ অনুভব করছি। মূল্যছাড়ের সুযোগটি আমরা নিচ্ছি।’

ভারতজুড়ে যে পরিমাণ তেল ব্যবহার হয় তার ৮০ শতাংশই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এই তেলের ২-৩ শতাংশ আসে রাশিয়া থেকে।

জ্বালানি তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর তৃতীয় বৃহত্তম দেশ হলো রাশিয়া। প্রতিদিন দেশটি প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে।

এই তেলের অর্ধেকের বেশি যায় ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্যের চাহিদার ৮ শতাংশ তেল রপ্তানি করে রাশিয়া।

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখে অবশেষে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালানো শুরু করে রাশিয়া। প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারাও। এরই মধ্যে তিন দফা ইউক্রেন-রাশিয়ার বৈঠক হয়েছে; তবে কার্যত যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

যুদ্ধ শুরুর পরই পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করে। দেয়া হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

একপর্যায়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অনেক দেশ রাশিয়া থেকে জ্বালানি তেলসহ নানা পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। তবে সে পথে হাঁটেনি ভারত। পরিস্থিতি পর্যবেক্ষণে সময় নেয় দেশটি।

ইউক্রেনে হামলা শুরুর আগেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হতে শুরু করে। এরপর দফায় দফায় বাড়ছে তেল-গ্যাসের দাম।

এ বিভাগের আরো খবর