ভারতের মধ্যপ্রদেশে একদল তরুণের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে যৌন হেনস্তার ঘটনায় মামলা হয়েছে। হেনস্তার ভিডিও দেখে আসামি ধরার চেষ্টায় আছে পুলিশ।
আলিরাজপুর জেলার বলপুর গ্রামের ঐতিহ্যবাহী আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এ ঘটনা ঘটে। পরে নেট দুনিয়ায় ছড়িয়ে পরে হেনস্তার ভিডিও।
জেলার পুলিশ সুপার মনোজ কুমার সিং দ্য কুইন্টকে বলেন, ‘কদিন আগে ঘটনাটি ঘটেছে। পাশ্ববর্তী ধর জেলায় মেয়েটি যে গ্রামে থাকে, সে গ্রামেই ওই তরুণদের বাড়ি।
‘আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছি। অভিযুক্তদের শনাক্ত করতে পেরেছি। দ্রুত তাদের গ্রেপ্তার করব।’
ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে ওই তরুণদের যেতে দেখে মেয়েটি গাড়ির পাশে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। প্রথমে একজন টেনে ধরে তাকে যৌন হেনস্তা করে। পরে আরও একদল তরুণ তাকে হেনস্তা করতে শুরু করে।