ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল সামনের পথ নির্ধারণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এটি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে।
বৃহস্পতিবার পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি-বিজেপির সদর দপ্তরে নরেন্দ্র মোদি একথা বলেন।
দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমরা ২০১৯ সালে যখন সরকার গঠন করি তখন কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছিলেন যে উত্তরপ্রদেশে ২০১৭ সালে বিজয়ের কারণে আমরা জাতীয় নির্বাচনে জয়লাভ করেছি। আমি বিশ্বাস করি, একই বিশেষজ্ঞরা এবার বলবেন যে ২০২২ সালের নির্বাচনের এই ফল ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে।’
নরেন্দ্র মোদি বলেন, ‘গোয়ায় সব এক্সিট পোল ভুল প্রমাণ হয়েছে। উত্তরাখণ্ডে বিজেপি নতুন ইতিহাস তৈরি করেছে। প্রথমবারের মতো কোনো দল টানা দ্বিতীয়বার এই রাজ্যে ক্ষমতায় এসেছে। ৫টি রাজ্যের বিধানসভার ফল ঐতিহাসিক হিসেবে প্রমাণ হবে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আশা করে আমাদের সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু কিছু লোক স্বাধীনভাবে কর্মরত প্রতিষ্ঠানকে আক্রমণ করে দুর্নীতিবাজদের রক্ষা করতে আগ্রহী।’
বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘উত্তরপ্রদেশে টানা চতুর্থবারের মতো বিজেপির জয়লাভে প্রধানমন্ত্রী মোদি জনগণের আশীর্বাদ পেয়েছেন।’