বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাইজেরিয়ায় ডেপুটি গভর্নরের গাড়িবহরে হামলা, নিহত ১৯

  •    
  • ১০ মার্চ, ২০২২ ২০:৪৩

কেবির ডেপুটি গভর্নর সামাইলা দাবাই ইয়োমবে জানান, ওয়াসাগু যাওয়ার পথে একটি মোড়ের দিকে এগোনোর সময় তার বহরে সন্ত্রাসীরা হামলা চালায়।

নাইজেরিয়ার কেবি রাজ্যে ডেপুটি গভর্নরের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৯ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই হামলা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

একইদিন এই রাজ্যে বন্দুকধারীদের হামলায় স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ জন নিহত হয়েছেন।

কেবির ডেপুটি গভর্নর সামাইলা দাবাই ইয়োমবে তার গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কানিয়া শহরে বন্দুকযুদ্ধে একাধিক প্রাণহানি হয়েছে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

ইয়োমবে জানান, ওয়াসাগু যাওয়ার পথে একটি মোড়ের দিকে এগোনোর সময় তার বহরে সন্ত্রাসীরা হামলা চালায়।

এতে ১৮ সেনা ও এক পুলিশ সদস্য নিহত ও আরও আটজন আহত হয়েছেন বলে বুধবার কেবির বাসিন্দারা জানিয়েছেন।

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অনেকদিন ধরেই বন্দুকধারীরা মুক্তিপণের জন্য স্কুলশিক্ষার্থী ও গ্রামবাসীদের অপহরণ করে আসছে। এ ধরনের সহিংসতা দেশটির দক্ষিণের রাজ্যগুলোর তুলনায় তুলনামূলক দরিদ্র উত্তরের বিভিন্ন রাজ্যের সমস্যাগুলোকে আরও জটিল করে তুলছে।

এ বিভাগের আরো খবর