ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৪৮টি রাশিয়ান বিমান, ৮০টি হেলিকপ্টার, ৩০৩টি ট্যাংক, ১ হাজার ৩৬টি সাঁজোয়া যান, ১২০টি কামান, ৫৬টি রকেট লঞ্চার সিস্টেম ও ২৭টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এদিকে গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে হতাহতের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪৯৮ রুশ সেনা নিহত ও ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২০ লাখ মানুষ।