বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেল না নিলে ইইউতে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

  •    
  • ৮ মার্চ, ২০২২ ১৩:১৪

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক বলেছেন, পশ্চিমারা এমন সিদ্ধান্ত নিলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সৃষ্টি হবে। এতে তেলের দাম দ্বিগুনের বেশি হয়ে ব্যারেলে ৩০০ ডলার ছাড়াবে।

পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধের পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্থানীয় সময় সোমবার পশ্চিমা কয়েকটি দেশ এই সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে।

এমন অবস্থার মধ্যেই রাশিয়া পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছে, যদি তাদের কাছ থেকে তেল আমদানি বন্ধ করা হয়, তাহলে পশ্চিমা দেশুগলোতে তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যেসব পদক্ষেপ নিচ্ছে দেশটি থেকে তেল আমদানি বন্ধ করার পরিকল্পনা তার একটি।

অবশ্য রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক বলেছেন, পশ্চিমারা এমন সিদ্ধান্ত নিলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সৃষ্টি হবে। এতে তেলের দাম দ্বিগুনের বেশি হয়ে ব্যারেলে ৩০০ ডলার ছাড়াবে।

রাশিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সোমবারের বৈঠকে অবশ্য তাদের পরিকল্পনার সঙ্গে একমত হয়নি জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এখন মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়া। পাশাপাশি সেখানে সরবরাহ করা মোট তেলের ৩০ শতাংশাই রাশিয়া থেকে রপ্তানি হয়।

এমন অবস্থায় তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিলে দেশগুলোতে তেলের চাহিদা মেটানো সম্ভব হবে না। এমনকি বিকল্প কোনো ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে দেশগুলো।

নোভাক বলেন, ‘রাশিয়ারও ক্ষমতা রয়েছে এ পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে রাশিয়া জার্মানির সঙ্গে যুক্ত নর্ড ২ গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। সে দিন থেকে ১৩তম দিন মঙ্গলবারেও অভিযান অব্যাহত রেখেছে দেশটি।

এ বিভাগের আরো খবর