বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে রুশ জরুরি বাহিনী নয়: পুতিন

  •    
  • ৮ মার্চ, ২০২২ ১৩:১৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে কোনো কনস্ক্রিপ্ট সেনা (যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত সেনাদল) ও রিজার্ভ সেনাদের কেউই অংশ নিচ্ছে না এবং নিবেও না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। দেশটিকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া।

এমন পরিস্থিতিতে রুশ সেনাদের আক্রমণ ঠেকাতে ইউক্রেনে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অনেক রুশ নাগরিকের ধারণা যেকোনো মুহূর্তে রাশিয়াতেও জরুরি অবস্থা জারি করে নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠানো হতে পারে। ইইউ ভিসা আছে, এমন অনেক রুশ নাগরিক ফিনল্যান্ড সীমান্ত দিয়ে রাশিয়া ত্যাগ করেছেন।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে রুশ জরুরি বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই দেশটির।

পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে কোনো কনস্ক্রিপ্ট সেনা (যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত সেনাদল) ও রিজার্ভ সেনাদের কেউই অংশ নিচ্ছে না এবং নিবেও না।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, নারী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, যুদ্ধে কোনো কনস্ক্রিপ্ট সেনা ও রিজার্ভ সেনাদের কাউকেই ডাকা হবে না। এই অভিযান শুধু পেশাদার সেনারাই পরিচালনা করছে।‘

প্রেসিডেন্ট পুতিন এ সময় আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, এই পেশাদার সেনারা রাশিয়ার জনগণের নিরাপত্তা ও শান্তি প্রদানে অবিচল থাকবে।

রুশ সেনা ও কর্মকর্তাদের মা, স্ত্রী, বোন ও বান্ধবীদের উদ্দেশে পুতিন বলেন, ‘তারা রাশিয়াকে রক্ষার লড়াইয়ে একটি বিশেষ সামরিক অভিযানে রয়েছেন।

‘আমি বুঝতে পারছি আপনি আপনার প্রিয়জন ও পরিবারের সদস্যদের নিয়ে উদ্বিগ্ন। আপনি তাদের নিয়ে গর্ব করতে পারেন। যেভাবে পুরো দেশ তাদের নিয়ে গর্ব করে। আপনাদের সঙ্গে পুরো দেশও তাদের নিয়ে উদ্বিগ্ন হয়।’

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার রুশ সেনা হতাহতের ঘটনা স্বীকার করা হলেও ইউক্রেন দাবি করছে সংখ্যাটি এর থেকে অনেক বেশি। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে যুক্তরাজ্য বলছে, কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি রুশ সেনারা।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা দাবি করেছে, ইউক্রেনীয় সেনাদের হামলায় খারকিভ শহরের কাছে একজন রাশিয়ান জেনারেল মারা গেছে। রাশিয়ার ফর্টিওয়ান আর্মির ফার্স্ট ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ হলেন রুশ অভিযান শুরুর পর ইউক্রেনীয় হামলায় মারা যাওয়া দ্বিতীয় জেনারেল।

এ বিভাগের আরো খবর