বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপে আরও ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

  •    
  • ৮ মার্চ, ২০২২ ০১:১২

নতুন সেনাদের মোতায়েন ছাড়াও ইউরোপের বিভিন্ন অংশে বর্তমানে আমেরিকার প্রায় ১ লাখ সেনা অবস্থান করছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপের বিভিন্ন অংশে আমেরিকার নতুন ৫০০ সেনাসহ সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। মিত্র শক্তি ন্যাটো বাহিনীর সমর্থনে এই উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার রাতে আমেরিকার এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে সিএনএন লাইভ।

ওই কর্মকর্তা জানান নতুন মোতায়েনের অংশ হিসেবে প্রতিরক্ষা বিভাগ মোট ৫০০ সেনা পাঠাবে ইউরোপে। একইসঙ্গে এই মহাদেশের গ্রিসে মোতায়েন করা হবে আমেরিকার কেসি-১৩৫ মডেলের একটি জ্বালানি বিমান। তবে এটি ছাড়া আর কি কি সামরিক সরঞ্জাম পাঠানো হবে সে সম্পর্কে কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা।

তিনি জানান, নতুন নির্দেশ অনুযায়ী পোল্যান্ড ও রোমানিয়ায় একটি এয়ার সাপোর্ট অপারেশন সেন্টার মোতায়েন করা হবে। আর জার্মানিতে পাঠানো হবে সেনাবিহিনীর একটি অধ্যাদেশ ও একটি রক্ষণাবেক্ষণ কোম্পানি। এরা দেশটিতে ইতোমধ্যেই নিযুক্ত থাকা তৃতীয় পদাতিক ডিভিশনের একটি সাঁজোয়া ব্রিগেড দলকে অতিরিক্ত লজিস্টিক সহায়তা প্রদান করবে।

নতুন সেনাদের মোতায়েন ছাড়াও ইউরোপের বিভিন্ন অংশে বর্তমানে আমেরিকার প্রায় ১ লাখ সেনা অবস্থান করছে।

এ বিভাগের আরো খবর