রাশিয়ার তিনটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কার্যক্রম হ্যাক করে ইউক্রেনে হামলার ভিডিও প্রচারের দাবি করেছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।
সোমবার হ্যাকার গ্রুপটির টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক ফেসবুক পোস্টে এ দাবি করা হয়।
ওই পোস্টে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের ভিডিও প্রচারের জন্য রাশিয়া২৪, চ্যানেল ওয়ান ও মস্কো২৪ নামের এই তিনটি টিভি চ্যানেল হ্যাক করা হয়। এছাড়া রাশিয়ার স্ট্রিমিং সার্ভিস উইংক ও আইভিও হ্যাক করেছে অ্যানোনিমাস।
সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অ্যানোনিমাস রাশিয়ার মহাকাশ সংস্থার ওয়েবসাইটও হ্যাকের দাবি করেছিল।
অ্যানোনিমাসের অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার হামলার আসল অবস্থা সম্পর্কে জানেন না রুশরা। পুতিন তাদের ইউক্রেনে বিশেষ অভিযানের কথা বলে বিভ্রান্ত করছেন। রুশদের কাছে ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতেই ওই টিভি চ্যানেল ও স্ট্রিমিং সার্ভিসগুলো হ্যাক করা হয়েছে।
শুধু রাশিয়া নয় অ্যানোনিমাসের সঙ্গে যুক্ত হ্যাকাররা এর আগে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), ইসলামিক স্টেট, চার্চ অব সায়েন্টোলজির মতো প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার জন্য খবরের শিরোনাম হয়েছিল।
অ্যানোনিমাসের সঙ্গে যুক্ত হ্যাকাররা এর আগে মার্কিন সরকারি ওয়েবসাইট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), ওয়েস্টবোরো ব্যাপটিস্ট চার্চ, আইএসআইএস, চার্চ অফ সায়েন্টোলজি এবং এপিলেপসি ফাউন্ডেশন- যা ২০০৮ সালে ফ্ল্যাশিং স্ট্রোব দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছিল - আরও অনেকের মধ্যে আক্রমণ করেছে৷
স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও প্রতিবেশী লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) রক্ষার কথা বলে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে কিয়েভে সামরিক অভ্যুত্থানের পর ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয় অঞ্চল দুটি।
হামলার যুক্তি হিসেবে রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, দেশটি চায় ইউক্রেনের ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।