রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল কর্তৃপক্ষ। তারা বলছে, শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে মস্কো।
সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে শনিবার একটি করিডর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেমলিন। এর কয়েক ঘণ্টা না যেতেই এ অভিযোগ উঠল।
মারিউপোল শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি মানা হচ্ছে না। মারিউপোল এবং এর আশপাশে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে তারা। যুদ্ধবিরতি আবার কার্যকর হলে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।’
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, ‘মানবিক করিডর’-এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে মারিউপোলের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রাশিয়ান সংবাদ সংস্থা আরটি।
- আরও পড়ুন: আংশিক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবশ্য আগে থেকেই অভিযোগ করে আসছেন যে, মারিউপোলসহ বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের যোদ্ধারা।
বিদ্রোহী অধ্যুষিত ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে গত সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর পরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পুতিন বাহিনী। রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরের সামরিক ঘাঁটিগুলোয় গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে মস্কো।