রুশ সামরিক অভিযানের অষ্টম দিন বুধবার বেলারুশে আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। এতে ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ প্রস্থানে মানবিক করিডর স্থাপনে সম্মত হয় দুই দেশ। যুদ্ধের নবম দিন শুক্রবারের সবশেষ পরিস্থিতি জানতে সঙ্গে থাকুন নিউজবাংলার।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
অভিযানের অষ্টম দিন বুধবার বেলারুশে আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। এতে ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ প্রস্থানে মানবিক করিডর স্থাপনে সম্মত হয় দুই দেশ।
এ আট দিনের যুদ্ধে দুই পক্ষের কয়েক শ সেনা নিহত ও আহত হন।
যুদ্ধের নবম দিন শুক্রবারের সবশেষ পরিস্থিতি জানতে সঙ্গে থাকুন নিউজবাংলার।