মেয়েটির গায়ে বেগুনি জামা। কোমল দুটি হাতে ইউক্রেনের আকাশি-হলুদ রঙের পতাকা। মাথায় তার বর্ণিল ফুলের মালা।
দৃশ্যত প্রত্যয়ী শিশুটি হেঁটে যাচ্ছে সড়ক ধরে। তার বাম পায়ের নিচে রাশিয়ার ট্যাংক। সামনের পায়ের তলে আরেক ট্যাংক। তার পেছনে প্রাপ্তবয়স্ক মাস্ক পরা এক ব্যক্তি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনীয়দের প্রতিরোধের এমন দেয়ালচিত্র এঁকেছেন শিল্পী সেথ। সে ম্যুরালের ছবিটি তুলেছেন এএফপির ফটোসাংবাদিক জোয়েল সাগেট।
বার্তা সংস্থাটির অফিশিয়াল টুইটার পেজে বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ছবিটি পোস্ট করা হয়। এর টেক্সটের শিরোনাম দেয়া হয়, ‘ফ্লাওয়ার পাওয়ার’, যার বাংলা পুষ্প বা ফুলের শক্তি।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রতিবাদ জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। প্রতিবাদের হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছেন শিল্পকর্মকে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ অভিযানের সপ্তম দিন বুধবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিমান হামলা শুরু করে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
বিবিসির খবরে বলা হয়, রুশ সেনারা শহরটি দখলে নিতে কয়েক দিন আগেই ব্যাপক সেনা সমাগম করে। বুধবার সকাল ৬টায় রুশ সেনারা বিমান হামলা চালায়।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা আগেই শহরটিতে বিমান হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজিয়েছে।
রুশ হামলায় শহরটিতে ২১ জন নিহত হয়েছে; আহত হয়েছে ১১২ জন।