বিমান হামলা ও গোলাবর্ষণের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে রুশ প্যারাট্রুপাররা।
ইউক্রেনিয়ান ইনডিপেনডেন্ট এজেন্সি ও ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রুশ প্যারাট্রুপারদের একটি দল খারকিভের উত্তর-পূর্বের এক শহরে অবতরণ করেছে এবং সেখানকার সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে।
যদিও বিবিসি এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এর আগে খারকিভের বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শহরটিতে রুশ গোলাবর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে সিএনএন নিশ্চিত করেছে ইউক্রেনের শহর খেরসন দখলে নিয়েছে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কিছু স্ক্রিনশট ও ভিডিওর আলোকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার থেকেই ইউক্রেনে হামলা জোরদার করেছেন রুশ সেনারা। ক্রেমলিনের পক্ষ থেকে কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়তে বলা হয়েছে। এ ছাড়া বেসামরিক ইউক্রেনীয়দের সামরিক স্থাপনাগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানের ষষ্ঠ দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ আশপাশের এলাকায় লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের।
দেশটি ছেড়ে সাড়ে ৬ লাখ মানুষ সীমান্ত দিয়ে অন্য দেশে পৌঁছেছে বলে দাবি করেছে সংস্থাটি।