যুদ্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আবারও বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বেলারুশের সীমান্তবর্তী এলাকায় এই বৈঠক শুরু হতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার পর থেকে পশ্চিমা বিভিন্ন দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ শুরু করে। এর যুদ্ধ থামাতে বিভিন্ন পক্ষ আলোচনায় বসার আহ্বান জানায় রাশিয়াকে। ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করলেও রাশিয়া আগের চেয়ে বেশি সেনা মোতায়েন করে হামলা বাড়িয়েছে ইউক্রেনে। অভিযানের লাইভ আপডেট পেতে চোখ রাখুন নিউজবাংলায়।