বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিয়েভে টেলিভিশন টাওয়ারে হামলায় প্রাণহানি

  •    
  • ১ মার্চ, ২০২২ ২৩:০৩

ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে রুশ সেনাদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির সরকারের পক্ষ থেকে কয়েকটি পোড়া মরদেহ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ফুটেজ প্রকাশ করা হয়েছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর কিছু টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। কিছু চ্যানেল তাদের ব্যাকআপ দিয়ে সম্প্রচার করতে পারবে।

এই হামলার আগে এদিনই কিয়েভে আরও বড় ধরনের হামলার হুমকি দেয় রাশিয়া। একই সঙ্গে কিয়েভ ছাড়তে নাগরিকদের প্রতি নির্দেশনা দেয় তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ঘোষণা দিয়ে জানায়, ইউক্রেন জাতীয়তাবাদের উস্কানিতে যারা রাশিয়ার বিরুদ্ধে লড়ছে এবং কিয়েভের সম্প্রচার কেন্দ্রের পাশে যারা অবস্থান করছে, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি বাড়ি ছেড়ে দিন। সেখানে বড় ধরনের হামলা হবে।

কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেন জানিয়েছে, এতে সাড়ে ৩শ’র বেশি ইউক্রেনের নাগরিক নিহত হয়েছে। আর পাঁচ হাজারের বেশি নিহত হয়েছে রাশিয়ার সেনা। সবমিলিয়ে সাড়ে ছয় লাখের মতো মানুষ ইউক্রেন ছেড়ে পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

হামলা শুরুর পর থেকে নানা ধরনের নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। তবে তারা যুদ্ধ কবে বন্ধ করবে এ ব্যাপারে এখনও কোনো ঘোষণা আসেনি।

এ বিভাগের আরো খবর