বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনকে ৭০ যুদ্ধবিমান দিচ্ছে ন্যাটোর সদস্যরা

  •    
  • ১ মার্চ, ২০২২ ১৫:১৬

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানান, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়ার সোভিয়েত আমলের প্রায় ৭০টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে। এর মধ্যে বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ ও ১৪টি এসইউ-২৫এস বুলগেরিয়া সরবরাহ করবে। পোল্যান্ড ২৮টি মিগ-২৯ ও স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ সরবরাহ করতে পারে।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ন্যাটোভুক্ত দেশগুলো। তবে এসব অস্ত্রের সবই ছিল প্রতিরক্ষামূলক সমরাস্ত্র।

এবার আরটির প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ন্যাটোভুক্ত দেশ এবার ইউক্রেনকে ৭০টি যুদ্ধবিমান দিতে যাচ্ছে। এমনটাই ঘোষণা দিয়েছে কিয়েভের সামরিক প্রতিনিধিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানান, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়ার সোভিয়েত আমলের প্রায় ৭০টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে। এর মধ্যে বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ ও ১৪টি এসইউ-২৫এস বুলগেরিয়া সরবরাহ করবে। পোল্যান্ড ২৮টি মিগ-২৯ ও স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ সরবরাহ করতে পারে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অংশীদাররা বিমান সরবরাহ করছে। যদি প্রয়োজন হয়, পোল্যান্ডে তারা বিমানঘাঁটি তৈরি করতে পারবে। যেখান থেকে ইউক্রেনীয় পাইলটরা বিমান ওড়াতে পারবে।

এদিকে ইউক্রেনের আকাশে একচ্ছত্র আধিপত্য দাবি করেছে রাশিয়া। ইতোমধ্যে কিয়েভের কাছে চলে এসেছে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর। স্যাটেলাইট ইমেজে এমনটাই জানিয়েছে মাক্সার।

এ বিভাগের আরো খবর