ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর উপযুক্ত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের ইচ্ছার কথা জানিয়েছে সিঙ্গাপুর।
রুশ সামরিক অভিযানের পঞ্চম দিন সোমবার সিঙ্গাপুরের পার্লামেন্টে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত সাম্প্রতিক প্রস্তাবের সঙ্গে যুক্ত ৮২টি পক্ষের একটি ছিল সিঙ্গাপুর। জাতিসংঘের সে প্রস্তাবে ভেটো দিয়েছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ও সিদ্ধান্তের সঙ্গে সবসময় সঙ্গতি রেখে চলেছে সিঙ্গাপুর, তবে নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক সিদ্ধান্ত বা নির্দেশনার অনুপস্থিতিতে অন্য কোনো দেশের ওপর আমাদের (সিঙ্গাপুর) নিষেধাজ্ঞা আরোপের ঘটনা বিরল।
‘যদিও ইউক্রেনের ওপর রুশ হামলার নজিরবিহীন মাত্রার প্রেক্ষাপট এবং নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে রাশিয়ার স্বাভাবিক ভেটোর কারণে সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে রাশিয়ার ওপর উপযুক্ত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ দিতে চায় সিঙ্গাপুর।’
বালাকৃষ্ণান বলেন, ‘রাশিয়া ও দেশটির জনগণের সঙ্গে আমাদের সুসম্পর্ককে গুরুত্ব দিয়ে যাব, তবে আমরা অন্য একটি স্বাধীন রাষ্ট্রের (ইউক্রেন) সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার এমন লঙ্ঘন মেনে নিতে পারি না।’