রাশিয়ার সরকারি গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই বিধিনিষেধের ফলে মস্কো আর ফেসবুক থেকে কোনো আয় করতে পারবে না।
স্থানীয় সময় শুক্রবার ফেসবুকের নিরাপত্তাবিষয়ক পলিসি প্রধান নাথানিয়েল গ্লিচার এক টুইট বার্তায় বলেন, ‘বিশ্বের যেকোনো জায়গা থেকে পরিচালিত রাশিয়ার সরকারি মালিকানাধীন সব মিডিয়ার বিজ্ঞাপন চালানো ফেসবুকে বন্ধ করে দেয়া হয়েছে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ফেসবুক একটি বিশেষ অপারেশন সেন্টার স্থাপন করেছে।
ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে, কনটেন্টের ফ্যাক্ট চেকিং করার ক্ষেত্রে রাশিয়ার বাধা দেয়ার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘রাশিয়ার সরকারি মালিকানাধীন চারটি সংবাদমাধ্যমের পোস্ট করা কন্টেন্ট বিশ্বাসযোগ্য নয় বলে ফেসবুক থেকে মুছে দেয়া হয়, এছাড়া টেকনিক্যাল কিছু নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। তবে ফ্যাক্ট চেকিং লেবেল না দেয়ার নির্দেশ দেয় রুশ সরকার। আমরা তা নাকচ করি।’
নিক ক্লেগ জানান, এতেই ক্ষুব্ধ হয়ে ফেসবুকের ওপর বিধিনিষেধ চাপায় রাশিয়া।
রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, ফেসবুকের এই পদক্ষেপে রাশিয়ান নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে।