ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার ৭০ শতাংশ ব্যাংকিং মার্কেট ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে করা টুইটে তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) রাতে অনুমোদন হওয়া বিশাল ও লক্ষ্যাভিমুখী নিষেধাজ্ঞাগুলো প্রমাণ করে ইইউ কতটা ঐক্যবদ্ধ। প্রথমত, এই প্যাকেজের মধ্যে আর্থিক কিছু নিষেধাজ্ঞা আছে, যার আওতায় পড়বে রাশিয়ার ৭০ শতাংশ ব্যাংকিং মার্কেট এবং প্রতিরক্ষাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো।’
এদিকে ইউক্রেনে বৃহস্পতিবার শুরু হওয়া সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে জাপান ও অস্ট্রেলিয়া।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, নতুন করে দেয়া নিষেধাজ্ঞায় রাশিয়ার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়েছে, সেটি জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
তিনি বলেন, রাশিয়ার কিছু গ্রুপ, ব্যাংক ও ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে। একই সঙ্গে রাশিয়ার সেনাবাহিনী-সম্পৃক্ত সংস্থাগুলোতে সেমিকনডাক্টরসহ সংবেদনশীল পণ্য রপ্তানি বন্ধ করে দেয়া হবে।
রাশিয়ার প্রভাবশালী কিছু নাগরিক ও আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ করেন। তিনি বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনে রুশ হামলা ঠেকানোর চেষ্টা করছে, সেখানে চীন বাণিজ্যের ওপর বিধিনিষেধ শিথিল করে দিচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ১৩৭ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি।
অভিযানের মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ। এ সংঘাতে প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।