ইউক্রেনে রুশ অভিযানের জন্য পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে দুষছে ইরান। টুইটে বৃহস্পতিবার এ অভিযোগ তোলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
তিনি লেখেন, ‘ইউক্রেন সংকটের মূলে রয়েছে ন্যাটোর উসকানি। তেহরান কোনো সংকটের সামরিক সমাধানে বিশ্বাস করে না। তাই যুদ্ধবিরতি কার্যকর করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান বের করতে হবে।’
তেহরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ।
তিনি বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে ইউক্রেনের ঘটনাপ্রবাহ অনুসরণ করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য ন্যাটোর উসকানিমূলক কর্মকাণ্ডকে দায়ী। ওয়াশিংটন সেখানে কেন্দ্রীয় ভূমিকায় আছে। গোটা ইউরেশীয় অঞ্চল এখন সর্বাত্মক সংকটের দ্বারপ্রান্তে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনে ইরানের দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইউক্রেনে অবস্থান করা ইরানি শিক্ষার্থী ও নাগরিকদের স্বার্থে দূতাবাসের লোকজন কাজ করে যাচ্ছে।’