বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ বছর পর মালিকের দেখা পেল কুকুর

  •    
  • ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৪

পশু সেবা কর্মকর্তা ব্র্যান্ডন লেভিন চিপ ফার্মের সঙ্গে যোগাযোগ করে কুকুরটির মালিক মিশেলের সন্ধান পান। জানতে পারেন, হারিয়ে যাওয়া জোই নামের কুকুরটিকে মাইক্রোচিপ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে মৃত ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১২ বছর আগে হারিয়ে যাওয়া এক কুকুর তার মালিকের সঙ্গে আবারও মিলিত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রাক থেকে গ্রাম্য এলাকায় কুকুরটিকে ফেলে দেয়া হয়। সে সময় এক ব্যক্তি কুকুরটিকে খেয়াল করেন ও তাকে বেশ অসুস্থ দেখতে পান। তাই তিনি তৎক্ষণাৎ পুলিশে ফোন করেন।

পুলিশ কুকুরটিকে পশু সেবা কর্মকর্তা ব্র্যান্ডন লেভিনের কাছে নিয়ে গেলে তিনি কুকুরটির গায়ে লাগানো মাইক্রোচিপ স্ক্যান করে বুঝতে পারেন যে সে ২০১০ সালে হারিয়ে গেছে।

পরবর্তী সময়ে লেভিন চিপ ফার্মের সঙ্গে যোগাযোগ করে কুকুরটির মালিক মিশেলের সন্ধান পান। জানতে পারেন, হারিয়ে যাওয়া জোই নামের কুকুরটিকে মাইক্রোচিপ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে মৃত ঘোষণা করেছে।

চিপ ফার্ম থেকে কুকুরটির মালিক মিশেলের মোবাইল নম্বর জোগাড় করে তার সঙ্গে যোগাযোগ করেন লেভিন। লেভিন বলেন, ‘মিশেল খুবই অবাক হয়ে গিয়েছিলেন।’

এদিকে ১২ বছর পর পোষা কুকুরকে সঙ্গে পেয়ে আনন্দিত মিশেল বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এমনটি কখনও ঘটবে না, তাই আমি সত্যিই উত্তেজিত।’

মিশেল বলেন, ‘আমরা যখন জোইকে পাই তখন তার বয়স ছিল মাত্র ছয় মাস এবং হারিয়ে যাওয়ার আগে সে আমাদের সঙ্গে ছয় মাস ছিল।

‘আমি ও আমার বোন একটা কাজে মাত্র ২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলাম, ফিরে এসে তাকে আর পাইনি।’

২০১০ সালে কুকুরটি যে স্থান থেকে নিখোঁজ হয়েছিল, তাকে সেখান থেকে প্রায় ৬০ মাইল দূরের প্রত্যন্ত এক গ্রামে তাকে পাওয়া যায়।

মিশেল আশাবাদী। তিনি বলেন, ‘এবার তাকে ফিরিয়ে আনতে, সুস্থ করতে ও বাকি জীবন সুন্দরভাবে বাঁচতে দিতে আমি খুবই উত্তেজিত।’

এ বিভাগের আরো খবর