বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইগ্রিয়ান যোদ্ধাদের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০০

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা অনেকেই দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এর মধ্যে ১০ জন ধর্ষণের শিকার হয়ে তিন মাস হাসপাতালে ছিলেন। যেসব ডাক্তার এই নারীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা জানিয়েছেন, দুজন নারীর জেনিটাল অর্গানে তারা বেয়নেটের আঘাতের ক্ষত পেয়েছেন।

টাইগ্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সঙ্গে সম্পৃক্ত যোদ্ধাদের বিরুদ্ধে ইথিওপিয়ার আমহারা অঞ্চলে গণধর্ষণ ও হামলাসহ নৃশংসতার অভিযোগ এনেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার সশস্ত্র সংগঠন টিপিএলএফ ইচ্ছাকৃতভাবে ডজনখানেক মানুষকে হত্যা করেছে এবং কয়েক ডজন নারী ও শিশুকে ধর্ষণ করেছে, যাদের বয়স ১৪ বছরের নিচে। এ ছাড়া সংগঠনটির যোদ্ধারা আমহারা অঞ্চলের দুটি এলাকায় ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি লুট করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের জুলাই মাসে টাইগ্রিয়ান যোদ্ধারা আমহারা অঞ্চলের দুটি এলাকা দখল করে।

সে সময় কোবো শহরে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষদের হত্যা করেছে। নারী ও শিশুদের গণধর্ষণ করেছে।

প্রায় ২৭ জন সাক্ষী ও ঘটনাস্থল থেকে বেঁচে ফেরাদের সাক্ষাৎকারের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তারা জানিয়েছেন, অনেককেই মাথায় গুলি করে, বুকে গুলি করে এবং অনেককে পেছন থেকে দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

অ্যামিনেস্টি জানিয়েছে, টিপিএলএফকে এই বিষয়ে মন্তব্য করতে বলা হলে তারা সাড়া দেয়নি।

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা অনেকেই দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এর মধ্যে ১০ জন ধর্ষণের শিকার হয়ে তিন মাস হাসপাতালে ছিলেন। যেসব ডাক্তার এই নারীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা জানিয়েছেন, দুজন নারীর জেনিটাল অর্গানে তারা বেয়নেটের আঘাতের ক্ষত পেয়েছেন।

আফ্রিকার দেশ ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে ২০২০ সালের নভেম্বর থেকে সংঘাত চলছে এবং এই সংঘাত ২০২১ সালের জুলাই মাসে প্রতিবেশী আমহারা ও আফার অঞ্চলে ছড়িয়ে পড়ে৷ শুধু টাইগ্রিয়ান নয়, সংঘাতের সব পক্ষের বিরুদ্ধে নৃশংসতা ও যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া গেছে।

এ বিভাগের আরো খবর