বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডার হাসপাতালে বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ নারী

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৪

শার্লি জানান, এ সময় তিনি শিশুর মতো কাঁদছিলেন। এমন পরিস্থিতিতেও তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। যদি তার মেয়ে অ্যামি না থাকত, তিনি মারাও যেতে পারতেন।

এবার কানাডার অন্টারিওর একটি হাসপাতালের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুললেন এক নারী। ফেব্রুয়ারির ৮ তারিখে হার্টসংক্রান্ত জটিলতায় চিকিৎসা নিতে গেলে তিনি বর্ণবাদী বিদ্বেষের শিকার হন।

সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ বছর বয়সী বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ নারী শার্লি আর্চিবল্ড অন্টারিওর উইন্ডসর রিজিওনাল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন।

শার্লি সিটিভিকে জানান, সে সময় তিনি অনুভব করছিলেন তার হার্ট যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যদিও আগে থেকেই শার্লি হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাই হার্টসংক্রান্ত সমস্যার লক্ষণগুলো তার জানা। সেদিন একই পরিচিত লক্ষণগুলো আবার অনুভব করছিলেন তিনি।

হাসপাতালের জরুরি বিভাগে গেলে আবার তার ব্যথা বৃদ্ধি পায়। এ সময় তিনি রেজিস্ট্রেশনে থাকা কর্তব্যরত ক্লার্ককে বিষয়টি উঠে গিয়ে জানালে সে চিৎকার দিয়ে বলে ‘যাও বসো।’

এ ঘটনার ঠিক ১৫ মিনিট পর রেজিস্ট্রেশন ক্লার্ক শার্লিকে জানিয়েছিলেন, একজন নার্স তার সঙ্গে কথা বলবে। তিনি নার্সকে বলেন, আমার মেয়ে ফোনে আমার সঙ্গে কথা বলছে। সঙ্গে সঙ্গে সেই ক্লার্ক তাকে বলেন, আপনি যদি ফোন বন্ধ না করেন, আমি সিকিউরিটিকে ডাকব।

সাধারণত কানাডার হাসপাতালগুলোতে খুবই আন্তরিকতার সঙ্গেই রোগীদের চিকিৎসা দেয়া হয়। শার্লি ও তার মেয়ে অ্যামি এ ঘটনাকে দেখছে একেবারে বর্ণবাদী বিদ্বেষ হিসেবে।

শার্লির মেয়ে অ্যামি জানান, তিনি হাসপাতালে এসে দেখতে পান, অনেকেই ফোনে কথা বলছে। যদিও তিনি মাকে বলেন, ফোন পারসে ঢুকিয়ে রাখতে।

এরপরও তাদের হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। এমনটাই জানিয়ে ও সহায়তা চেয়ে টুইট করেন অ্যামি।

যদিও শার্লি পরে জানান, এ সময় তিনি শিশুর মতো কাঁদছিলেন। এমন পরিস্থিতিতেও তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। যদি তার মেয়ে অ্যামি না থাকত, তিনি মারাও যেতে পারতেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় উইন্ডসর রিজিওনাল হাসপাতাল (ডব্লিওআরএইচ) ও অন্টারিও নার্সেস অ্যাসোসিয়েশন (ওএনএ) একটি যৌথ বিবৃতিতে বলেছে, 'ডব্লিউআরএইচ এবং ওএনএ যেকোনো ধরনের বর্ণবাদী অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। একই সঙ্গে নার্সিং স্টাফদের সুনাম রক্ষার পক্ষেও সমর্থন করব, যারা এই মহামারিজুড়ে অধ্যবসায় ও সততা দিয়ে কাজ করে গেছে।‘

এ বিভাগের আরো খবর