ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোটারদের সতর্ক করেছিলেন তারা যেন রাজ্যটিকে কাশ্মীর, পশ্চিমবঙ্গ কিংবা কেরালা হতে না দেন। এবার তার জবাব দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বলেন, ‘উত্তর প্রদেশ কেরালা হলে সব কিছুতেই সেরা হবে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছে বৃহস্পতিবার। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তা দেন যোগী। সেখানে উত্তর প্রদেশকে কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও কেরালা না হতে দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।
এই ভিডিও বার্তার পরই ক্ষোভ প্রকাশ করেন কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন। শুধু তিনি নন যোগীর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরও।
যোগী ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের কিছু বলতে চাই। এটা আমার অন্তরের কথা। গত পাঁচ বছরে অনেক অসাধারণ ঘটনা ঘটেছে। কিন্তু, আপনারা সাবধানে থাকবেন। সামান্য ভুল হলেই গত পাঁচ বছরের সমস্ত পরিশ্রম জলে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিজেপি হেরে গেলে উত্তর প্রদেশ কাশ্মীর, কেরালা কিংবা পশ্চিমবঙ্গে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।
‘গত পাঁচ বছর ধরে আমি যে পরিশ্রম করেছি, আপনাদের প্রতিটি ভোট আমার সেই কাজেরই আশীর্বাদ। আপনার ভোটই আগামী পাঁচ বছরের জন্য মুক্ত জীবনের নিশ্চয়তা দেবে। একটা বড় সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।’
এরপরই টুইটারে পাল্টা জবাব দেন বিজয়ন। তিনি লেখেন, ‘যোগীর ভয় হলো উত্তরপ্রদেশ যদি কেরালার মতো হয়ে যায় তাহলে তা শিক্ষায়, স্বাস্থ্য পরিষেবায় ও জীবনযাত্রার মানে সেরা হয়ে উঠবে। সেখানে এমন একটা সমাজ জীবন গড়ে উঠবে যেখানে সব মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারবে। ধর্মকে ব্যবহার করে কাউকে খুন করা হবে না। আসলে এমনটাই উত্তরপ্রদেশের মানুষ পেতে চান।’
যোগীর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা শশী থারুর টুইটারে লিখেছেন, ‘যোগী আদিত্যনাথ ভোটারদের বলছেন, বিজেপি ক্ষমতায় না এলে উত্তর প্রদেশ নাকি কাশ্মীর, পশ্চিমবঙ্গ কিংবা কেরালা হয়ে যাবে। সেক্ষেত্রে উত্তর প্রদেশকে ভাগ্যবান বলতে হবে। কাশ্মীরের সৌন্দর্য, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও কেরালার শিক্ষা অসাধারণ। উত্তর প্রদেশও খুব সুন্দর, সে তার সরকারের প্রতি অত্যন্ত দয়াশীল।’
এসব বিতর্কের মধ্যেই উত্তর প্রদেশে ভোট শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। ৫৮টি আসনে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়।