ভারতের পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে বিতর্ক শেষে দীর্ঘ বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের বেশির ভাগ সময় তিনি কংগ্রেসকে লক্ষ্য করে কথা বলেন।
নেহরুর প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি পার্লামেন্টে বলেন, ‘আপনারা তো বলেন আমি নেহরুর কথা বলি না। আজ আপনাদের মন ভরিয়ে দেব।’
এবার মোদির সেই বক্তব্যের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। সংসদের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলেই এমনটি বলছেন।
এ সময় রাহুল বলেন, ‘আমার প্রপিতামহ দেশের জন্য কাজ করেছিলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রীর থেকে আমার প্রপিতামহের জন্য কোনো সার্টিফিকেট লাগবে না।’
তবে কংগ্রেসকে আক্রমণ করে বলা প্রধানমন্ত্রী মোদির কথা খুব একটা পাত্তা দিচ্ছেন না রাহুল গান্ধী। উল্টো বলছেন, তিনি সংসদে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত মোদির। উনি কংগ্রেস বা নেহরুকে অপমান করতেই পারেন, তাই বলে নিজের কাজটা যেন ভুলে না যান।
পার্লামেন্টে বক্তব্যের বিষয়ে রাহুল বলেন, ‘প্রথমত, প্রধানমন্ত্রী দুই পৃথক ভারত তৈরি করেছেন, একদিকে রয়েছেন ধনী ব্যক্তিরা, আর অন্যদিকে একটা বড় অংশের মানুষ, যাদের কাছে কোনো আশার আলো নেই, বেকারত্ব আর মূল্যবৃদ্ধিতে যারা জর্জরিত।
‘দ্বিতীয়ত, মোদি দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন, আর মোদির বিদেশনীতির কারণেই কাছাকাছি আসছে চীন ও পাকিস্তান।’
রাহুলের দাবি, প্রধানমন্ত্রী এর মধ্যে কোনো বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন না।
চীন ইস্যুতে সরকারকে সতর্ক করে রাহুল গান্ধী বলেন, ‘আপনি এখনও ঘুমোচ্ছেন। চিন লাদাখে প্রবেশ করছে, আর সেই বিষয়টাকে আপনি অবহেলা করছেন। এটা দেশের জন্য খুব মারাত্মক।’
এ ছাড়া প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন রাহুল। ‘ভদ্রলোক তো নিজের কাজটাই বোঝেন না। আমি সরকারকে সতর্ক করছি, এখনই সজাগ হন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সংসদে দাবি করেন, বিরোধীদের জন্যই কোভিড আরও বেশি ছড়িয়েছে। বিশেষত প্রথম ঢেউয়ের সংক্রমণের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি।
বুধবার তারই জবাবে রাহুল গান্ধী বলেন, ‘কোভিড মারাত্মক হতে পারে, এ বিষয়ে আমিই সতর্ক করেছিলাম, উনি শোনেননি। আজ আবার সতর্ক করছি, চীন- পাকিস্তান কাছাকাছি আসছে। তাদের সম্পর্কের ক্ষতিকর প্রভাব পড়তে পারে দেশের ওপর।’