বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তর প্রদেশেও খেলা হবে: মমতা

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২২ ০০:১৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি বিপজ্জনক। ওদের হারাতে হবে। আর বিজেপিকে হারাতে গেলে, আমার ভাইকে ভোট দিন। জানবেন, উত্তর প্রদেশ থেকে বিজেপি চলে যাওয়া মানে, গোটা দেশ থেকে চলে যাওয়া।’

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে হারলে গোটা ভারতের নিয়ন্ত্রণ হারাবে কেন্দ্রে আসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যে মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রচারে এ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লখনউর বিজয়মার্গে সমাজবাদী পার্টির সদর দপ্তরে ভার্চুয়াল সভায় অংশ নিয়ে মমতা বলেন, ‘আপনারা বিজেপিকে ভোটের মাধ্যমে হটাবেন। এখানে হার মানে গোটা ভারতে তাদের হার।’

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশকে ভাই উল্লেখ করে মমতা বলেন, ‘বিজেপি বিপজ্জনক। ওদের হারাতে হবে। আর বিজেপিকে হারাতে গেলে, আমার ভাইকে ভোট দিন। জানবেন, উত্তর প্রদেশ থেকে বিজেপি চলে যাওয়া মানে, গোটা দেশ থেকে চলে যাওয়া।

‘মা-বোনেরা এক হলে বিজেপি হটে যাবে। পশ্চিমবঙ্গ যা করেছে, আপনারা তা করে দেখান। ওদের কথা না শুনে, মানুষ আমাদের জিতিয়েছে। এখানেও খেলা হবে, অখিলেশ জিতবে।’

বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘উন্নাওয়ে কি হয়েছিল? হাথরসে কি হয়েছিল? সাত মাস কৃষকরা রাস্তায় বসে ছিল। মন্ত্রীর ছেলে গাড়িচাপা দিয়ে কৃষকদের মেরে দিল। লজ্জা থাকলে, কৃষকদের কাছে আগে ক্ষমা চাও।’

ভোটের জন্য সরকার কৃষি বিল প্রত্যাহার করেছে দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটে জিতলে, আবার কৃষি বিল ফিরিয়ে আনবে বিজেপি।’

১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় উত্তর প্রদেশ বিধানসভার ৪০৩ আসনে ভোট। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সমাজবাদী পার্টিকে সমর্থন দিচ্ছে।

এ বিভাগের আরো খবর