আগাথা ক্রিস্টির উপন্যাস ‘কুইন অফ ক্রাইম’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘ডেথ অন দ্য নাইল’ মুক্তির আগেই নিষিদ্ধ হয়েছে কুয়েতে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই চলচ্চিত্র নিষিদ্ধের দাবির মুখে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।
কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনোয়ার মুরাদ ‘ডেথ অন দ্য নাইল’ চলচ্চিত্র নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেনেথ ব্রানার নির্মিত চলচ্চিত্রটি এ মাসের ১১ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে চলচ্চিত্রটিতে গাল গাদোত অভিনয় করায় কুয়েতে মুক্তির বিষয়ে আপত্তি জানায় দেশটির নাগরিকরা।
এখানে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত ইসরায়েলি চলচ্চিত্র অভিনেত্রী গাল গাদোত।
২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে একচেটিয়া ইসরায়েলি সেনাদের প্রশংসা ও সমর্থন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আরবদের সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় ২ হাজার ২৫১ জন ফিলিস্তিনি মারা যায়।
গাল গাদোত একসময় ইসরায়েলি সেনাবাহিনীতে কাজও করেছেন।