ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর পরিচয়পত্র দেখিয়ে বান্ধবী নিয়ে আবাসিক হোটেলে গিয়েছিলেন এক ব্যবসায়ী। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
৪১ বছর বয়সী ওই ব্যবসায়ী ও তার বান্ধবীর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে বলে শুক্রবার পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
স্ত্রীর বুদ্ধিমত্তায় প্রযুক্তির বেড়াজালে আটকে গেছেন এই ব্যক্তি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনের হিঞ্জিয়াদি থানায় এ ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী।
গুজরাটের ওই ব্যবসায়ীর স্ত্রী একটি প্রতিষ্ঠানের পরিচালক। স্বামী প্রতারণা করছে সন্দেহে তার গাড়িতে অবস্থান শনাক্ত করা প্রযুক্তি জিপিএস বসিয়েছিলেন তিনি।
পুলিশের এক কর্মকর্তা জানান, চুপিচুপি স্বামীর গাড়িতে জিপিএস বসিয়েছিলেন ওই নারী। গত নভেম্বরে ওই ব্যবসায়ী বলেছিলেন, তিনি ব্যবসায়ের কাজে ব্যাঙ্গালুরুতে যাচ্ছেন; কিন্তু জিপিএসের মাধ্যমে তিনি দেখতে পান তার স্বামী আসলে পুনেতে আছেন।
ওই নারী জানান, তিনি জিপিএসে তার স্বামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর হোটেলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, এই ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে তাদের হোটেলে উঠেছেন।
পুলিশ জানায়, এই নারী যখন হোটেলে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন, তখন তিনি দেখতে পান তার পরিচয়পত্র ব্যবহার করে বান্ধবীকে নিয়ে হোটেলে উঠেছেন তার স্বামী।
ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় ব্যবসায়ী ও তার বান্ধবীর নামে প্রতারণার মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, এ দুজন এখন উধাও। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।