ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘বর্তমানে দুটি স্বতন্ত্র ভারত রয়েছে- একটি ধনীদের জন্য, অন্যটি গরিবদের জন্য। আর দিন দিন এই দুইয়ের মধ্যে ব্যবধান বাড়েছে।’
লোকসভায় চলমান বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দেয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিতর্কে অংশ নিয়ে রাহুল গান্ধী একথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, “আপনি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া বলতে থাকেন। কিন্তু মেড ইন ইন্ডিয়া আর সম্ভব নয়। আপনি ‘মেড ইন ইন্ডিয়া’ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সমর্থন করতে হবে। নইলে ‘মেড ইন ইন্ডিয়া’ সম্ভব নয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোই একমাত্র পথ, যারা কর্মসংস্থান তৈরি করতে পারে। দেশে বেকারত্ব কেবল বেড়েই চলছে।”
রাহুল গান্ধী বলেন, ‘ভারতীয় সংবিধানে রাজ্যগুলোর একটি ইউনিয়ন হিসেবে ভারতকে বর্ণনা করা হয়েছে, একটি জাতি হিসেবে নয়। ভারতে কেউ এককভাবে দেশের জনগণের ওপর শাসন করতে পারে না। বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে দমন করা যায় না। অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি দেশ ভারত।’
সমবায় ফেডারেলিজম, কথোপকথন এবং আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়ে রাহুল বলেন, ‘এটাই একমাত্র উপায় যা কয়েক দশক ধরে ভারত শাসন করেছে।
‘কংগ্রেস ১৯৪৭ সালে রাজার ধারণাটি ভেঙে দিয়েছিল। এখন তা ফিরে এসেছে। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি, ভারতকে কেন্দ্র থেকে একটি লাঠি দিয়ে শাসন করা যেতে পারে। মনে রাখতে হবে- ওই দৃষ্টিভঙ্গি যতবারই বাস্তবে প্রয়োগের চেষ্টা হয়েছে, লাঠিটি ভেঙে গেছে।’
ভারত-চিন সম্পর্ক নিয়েও সরকারের সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, ‘দেশের অবস্থান নিয়ে আমি খুব চিন্তিত। আপনারা দেশ ও দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আপনার সরকারই চিন ও পাকিস্তানকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।
‘জম্মু-কাশ্মীর নিয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপনারা নিজেদেরই প্রশ্ন করুন- প্রজাতন্ত্র দিবসে বিদেশ থেকে কোনো অতিথি কেন আসেন না।’