করোনা মহামারির মধ্যে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে ভারতে ২০২২-২৩ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ মঙ্গলবার লোকসভায় এই বাজেট পেশ করেন।
বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, শিল্প, স্টার্টআপ ও একাডেমিয়ার জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ক্ষেত্র উন্মুক্ত করা হবে। বেসরকারি শিল্পকে সামরিক প্ল্যাটফর্ম ও সরঞ্জামগুলোর নকশা এবং বিকাশের জন্য উৎসাহিত করা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ বাজেটের ৬৮ শতাংশ মেক ইন ইন্ডিয়ার জন্য রাখা হয়েছে৷
আয়কর ছাড় নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও, অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতে আয়কর কাঠামোতে কোনো বদল হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যক্তিগত কর কাঠামোও একই থাকবে বলে জানান তিনি।
বাজেটে ব্যক্তিগত আয়করে কোনো পরিবর্তন না আনার এমন সিদ্ধান্তে বিশেষত মধ্যবিত্ত শ্রেণির মানুষ হতাশ হয়েছে।
তবে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা সুবিধাগুলোকে সাহায্য করার জন্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমানে আনতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। বিশেষভাবে সক্ষমদের জন্য কর ছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। আয়করে ছাড় দেয়া হচ্ছে পেনশনভোগীদেরও। জাতীয় পেনশন প্রকল্পে কর ছাড় বাড়িয়ে করা হয়েছে ১৪ শতাংশ।
বাজেট পেশ করে নির্মলা সীতারামন বলেন, ২০২২-২৩ অর্থবছরে ৯ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষায় ২০২২-২৩ অর্থবছরে ভারত ৮ থেকে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।
গত বাজেটে সরকারি বিনিয়োগ ও মূলধন ব্যয় ব্যাপক বৃদ্ধির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘পেশ করা বাজেটে যুব, মহিলা, কৃষক এবং এসসি ও এসটি উপকৃত হবে। কেন্দ্রীয় বাজেট আগামী ২৫ বছরের ‘অমৃত কাল’-এর জন্য এক সবল অর্থনীতির ভিত্তি স্থাপন এবং নীলনকশা দিতে চায়। এটি পঁচাত্তরের ভারতকে একশ’র ভারতে নিয়ে যাবে।’
সরকারের অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ ব্যয় বরাদ্দের কথা বিবেচনা করে আশঙ্কা ছিল গত বছরের বাজেটে প্রস্তাবিত রাজস্ব ঘাটতির পরিমাণ এবার অনেকটা তবে অর্থমন্ত্রী এদিন বাজেট বক্তব্যে রাজস্ব ঘাটতির পরিমাণ খুবই সামান্য বলে উল্লেখ করেন।
২০২১-২২ সালে জিডিপির ৬ দশমিক ৮ শতাংশ বাজেটের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি ৬ দশমিক ৯ শতাংশ অনুমান করা হয়। প্রস্তাবিত বাজেটে এই ঘাটতি ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার অনুমান করা হয়েছে।
বাজেট উপস্থাপনায় কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ সালে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য মূলধন ব্যয়ের ৩৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন। সরকার আগামী বছর মূলধন ব্যয় হিসাবে ৭ দশমিক ৫০ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে, যা চলতি বছরের (২০২১-২২) ৫ দশমিক ৫৪ লাখ কোটি থেকে প্রায় দুই লাখ কোটি টাকা বেশি।