রেলওয়েতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের বিহারে যাত্রীবাহী ট্রেনে আগুন দেয়া হয়েছে।
বুধবার বিহারের গয়াতে ট্রেনে চাকরিপ্রার্থীরা আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেইসঙ্গে আরও একটি ট্রেনে ভাংচুর করা হয় বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে বিহারে রেলওয়েতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছে।
গয়াতে বুধবার পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। ট্রেনটি তখন খালি ছিল। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার আরায় ট্রেনে আগুন দেয়া হয়। পাটনার বিভিন্ন জায়গাতেও বিক্ষোভ চলছে।
পাটনার সিনিয়র পুলিশ সুপার মানবজিৎ সিং ধিলোন বলেছেন, ‘ছয়টি কোচিং ইনস্টিটিউট ও ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা আটজনক গ্রেপ্তার করেছি।’
পাটনা জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং বলেছেন, ‘আমরা কিছু কোচিং সেন্টার চিহ্নিত করেছি। এখান থেকেই ছাত্রদের প্রতিবাদ করতে প্ররোচিত করা হয়েছে। আমরা এরকম আরও কিছু কোচিং সেন্টারের উপর নজর রাখছি।’
শুধু পাটনা বা গয়া নয়, পুরো বিহার জুড়েই বিক্ষোভ চলছে।
জেহানাবাদে বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে সীতামারি রেলস্টেশন থেকে বিক্ষোভকারীদের সরাতে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। নাওয়াদা, মুজাফ্ফরপুর, বক্সার ও ভোজপুর জেলাতেও বিক্ষোভ চলছে।
বিক্ষোভের কারণে দেশটির রেল মন্ত্রণালয় নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে। এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।