আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতায় বসার পর প্রথমবারের মতো পশ্চিমাদের সঙ্গে বৈঠকে বসেছে তালেবান।
নরওয়ের অসলোতে স্থানীয় সময় রোববার শুরু হওয়া এই বৈঠক তিন দিন চলবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘ বলছে, আফগানিস্তানে বসবাসরতদের ৯৫ ভাগই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
তালেবানের প্রতিনিধিদলের সঙ্গে পশ্চিমাদের বৈঠকে বসার প্রতিবাদে ইউরোপে আন্দোলন হচ্ছে। তালেবানবিরোধীরা বলছেন, বৈঠক করে তাদের পুরস্কৃত করা উচিত হবে না।
রোববার মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলেছেন তালেবান প্রতিনিধিদলের সদস্যরা। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।
এমন পরিস্থিতিতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে তালেবানের সোমবারের বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলার এদিন ছাড় করাতে তারা আবেদন জানাবেন বলে মনে করা হচ্ছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, ‘বৈঠক তালেবানের বৈধতা বা স্বীকৃতির প্রতিনিধিত্ব করে না। তবে আমাদের অবশ্যই দেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।’
একের পর এক শহর দখলের পর গত আগস্টের মাঝামাঝি কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসার ঘোষণা দেয় তারা। বর্তমানে কোনো দেশই নতুন আফগান সরকারকে স্বীকৃতি দেয়নি।