বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট

  •    
  • ২০ জানুয়ারি, ২০২২ ০৯:৩৫

এ ছাড়া ইসরায়েল থেকে তুরস্ক হয়ে ইউরোপে গ্যাস রপ্তানিসংক্রান্ত বিষয়ে দেশটির সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন এরদোয়ান।

বেশ কয়েক বছর ধরেই ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশেষ করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর থেকেই ইসরায়েল বিরোধিতায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কোনো রাখঢাক রাখেননি। তবে সম্প্রতি দুই দেশ পূর্বেকার বিরোধ ভুলে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে এবং নতুন করে দুই দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার একটি সভায় বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ শিগগিরই তুরস্ক সফর করতে পারেন।

আমরা রাজনীতিবিদরা শান্তি রক্ষা করতে চাই, যুদ্ধ চাই না।

এ ছাড়া সেই সভায় এরদোয়ান জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইসরায়েলের সঙ্গে জ্বালানিসংক্রান্ত বিষয়ে তুরস্কের একই স্বার্থ রয়েছে।

এ ছাড়া ইসরায়েল থেকে তুরস্ক হয়ে ইউরোপে গ্যাস রপ্তানিসংক্রান্ত বিষয়ে দেশটির সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিবিদরা শান্তি রক্ষা করতে চাই, যুদ্ধ চাই না।’

এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটেরও আগ্রহ আছে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য।

এ ছাড়া গত নভেম্বরে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের সম্পর্কোন্নয়নের বিকল্প নেই। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সংকট সমাধানে সমঝোতার উদ্দেশ্যে আলোচনা হলে মতবিরোধ কমানো সম্ভব।

যদিও এর আগে সব সময় ফিলিস্তিনের সরব সমর্থক তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ফিলিস্তিনের ওপর ইসরায়েল সন্ত্রাসী আচরণ চাপিয়ে দিচ্ছে বলে প্রায়ই অভিযোগ করে আসছিলেন তিনি।

এ নিয়ে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক বরাবরই তিক্ত ছিল। বিশেষ করে ২০১৮ সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হত্যার পর দুই দেশই তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়।

পরবর্তী সময়ে ২০২০ সালে আবারও উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে পাঠায় তুরস্ক।

এ বিভাগের আরো খবর