বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পর্ন ভিডিওতে গড়বড় ভার্চুয়াল মিটিং

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২২ ২১:২০

জুমে হঠাৎই ঢুকে পড়েন এক আগন্তুক। লাইভে তিনি দেখাতে থাকেন অ্যানিমেটেড অ্যাডাল্ট কনটেন্ট ফ্যান্টাসি সেভেনের ‘টিফা লকহার্টের’ ত্রিমাত্রিক ভিডিও। যেখানে দেখা যায় কনটেন্টের প্রধান চরিত্র তিফা এক ব্যক্তির সঙ্গে মিলনে ব্যস্ত।

ইতালিতে তথ্যের স্বচ্ছতা প্রশ্নে আলোচনা চলছিল দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। করোনার কারণে সোমবারের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন সিনেটররা। ফেসবুক ও স্থানীয় সেনেটাও টেলিভিশনে সরাসরি প্রচার হচ্ছিল বৈঠকটি।

আলোচনার একপর্যায়ে ঘটে অভাবিত বিপত্তি। টেকস্পটের খবরে বলা হয়েছে, বৈঠকের ৩০ মিনিটের মাথায় বক্তব্য রাখছিলেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী জর্জিও প্যারিসি।এ সময় জুমে হঠাৎ করেই ঢুকে পড়েন এক আগন্তুক।

লাইভে তিনি দেখাতে থাকেন অ্যানিমেটেড অ্যাডাল্ট কনটেন্ট ফ্যান্টাসি সেভেনের ‘টিফা লকহার্টের’ ত্রিমাত্রিক ভিডিও। যেখানে দেখা যায় কনটেন্টের প্রধান চরিত্র তিফা এক ব্যক্তির সঙ্গে মিলনে ব্যস্ত।

ফাইভ স্টার মুভমেন্টের সিনেটর মারিয়া লাউরার ৩০ সেকেন্ডের চেষ্টায় লাইভ স্টিমিং বন্ধ হলেও, নব্বইয়ের দশকে আমেরিকান কমেডি মুভির মতো মৃদু শব্দে আরও কিছুক্ষণ শোনা যায় শীৎকার।

একপর্যায়ে এসব বন্ধ হলে আলোচনায় মনোযোগী হন স্পিকার।

সিনেটর ম্যান্টোভ্যানি স্থানীয় সংবাদ সংস্থা আন্দকোনসকে জানিয়েছেন, সিনেটে বৈঠকের সময় পর্দায় পর্ন সিনেমা ভেসে উঠেছিল। অবশ্যই পুলিশের কাছে অভিযোগ করব।

তিনি বলেন, ‘খুব বাজে একটা পর্ব ছিল ওটা। অনলাইনে বৈঠক চলার সময় কেউ একজন গোপনে প্রবেশ করে এবং পর্নোগ্রাফিক ডিভিও দেখাতে থাকেন। পুলিশের কাছে অভিযোগ করা হবে, যেন তারা ওই ব্যক্তিকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে পারে।’

এ বিভাগের আরো খবর