ইন্দোনেশিয়ার বালিতে ২০২০ সালে সন্ত্রাসী হামলায় মূল পরিকল্পনাকারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই বছরের ১২ অক্টোবর পর্যটন এলাকা কুটা জেলায় বিস্ফোরণে ২১ দেশের ২০২ জন নিহত হন।
তাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ইন্দোনেশীয় ৩৮ জন এবং ২৮ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। একটি ক্লাব ও একটি পানশালায় হামলা চালিয়েছিল জঙ্গিরা।
বিবিসির খবরে বলা হয়েছে, জাকার্তার আদালতে বুধবার এই সাজা ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জুলকারনায়েন। ২০২০ সালে ডিসেম্বরে গ্রেপ্তারের আগে ইন্দোনেশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি।
বোমা হামলার ওই ঘটনায় ২০০৮ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই আছেন জেলে।
১০ বছর কারাদণ্ড ভোগের পর গত বছর মুক্তি পান উগ্র ধর্মীয় সংগঠন জাম্মেহ ইসলামিয়ার সাবেক প্রধান আবু বকর বাইশির। অভিযোগ আছে, আল কায়েদা মতাদর্শে কার্যক্রম পরিচালনা করত সংগঠনটি।
বালি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা। ছবি: সংগৃহীত
সরকারপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আরিস সুমারসুনু নামে পরিচিত জুলকারনায়েন জাম্মেহ ইসলামিয়ার সদস্য। তার নির্দেশে বিশেষ একটি বাহিনী ২০০০ সালে ফিলিপাইন দূতাবাস ও বড়দিনের উৎসবে এবং পরের বছর নববর্ষে বোমা হামলা চালিয়েছিল। এ ছাড়া ২০০৩ সালে জাকার্তার একটি হোটেলে হামলার পরের বছর ২০০৪ সালে অস্ট্রেলিয়ান দূতাবাসে বিস্ফোরণ ঘটানো হয়। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
বালি হামলা প্রশ্নে আদালতকে জুলকারনায়েন বলেন, তার দলের কিছু লোক ওই হামলায় জড়িত ছিলেন। তবে বাকি হামলাগুলোয় তিনি কোনোভাবেই জড়িত না।