ছুটি কাটাতে প্রেমিক ও বোনকে নিয়ে মেক্সিকো যাত্রা করেছিলেন সাবেক মিস ইউনিভার্স ও মডেল অলিভিয়া কালপো। সবকিছু ঠিকঠাকই ছিল। বিপত্তি বাধে বিমানবন্দরে।
উড়োজাহাজে ওঠার আগে আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ অলিভিয়ার পোশাক নিয়ে আপত্তি তোলে। পরে অবশ্য প্রেমিকের হুডি পরে ফ্লাইটে ওঠেন সাবেক মিস ইউনিভার্স।
দ্য সানের খবরে বলা হয়েছে, ২৯ বছরের এই মডেলের পরনে ছিল কালো সাইকেল শর্টস, একটি কালো ব্র্যালেট এবং একটি লম্বা ঢিলেঢালা কালো সোয়েটার।
এয়ারলাইনস কর্তৃপক্ষ তাকে জানায়, উড়োজাহাজে চড়তে অবশ্যই তাকে টপস পরতে হবে। তা না করলে ফ্লাইটে চড়তে পারবেন না।
বিষয়টি মেনে নিতে কষ্ট হলেও বাধ্য হয়ে প্রেমিক ক্রিস্টিয়ানের হুডি শরীরে চাপিয়ে নেন। ছাড়েন যুক্তরাষ্ট্র।
ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করেন অলিভিয়ার বোন অরোরা। কিছুটা বিদ্রূপাত্মকভাবে বলেন, ‘আমি হতবাক! এটা কি ভুল বা অপরাধ?’
তিনি আরও লেখেন, ‘অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসোর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’
অলিভিয়া পরে অভিযোগ করেন যে তার চেয়েও স্বল্পবসনারা ওই ফ্লাইটে উঠেছিলেন। কিন্তু তাদের বাধা দেয়া হয়নি। কেবল তার ক্ষেত্রেই এমনটা হলো।
আমেরিকান এয়ারলাইনস বলছে, তাদের নিয়মে যাত্রীদের অবশ্যই সঠিক পোশাক পরতে হবে। খালি পা বা আপত্তিকর পোশাকে এই এয়ারলাইনসে যাত্রার অনুমতি নেই।