বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের অবস্থা সংকটজনক

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ১৭:৪১

বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তিনি কিডনিসংক্রান্ত জটিলতা ও ফুসফুসে পানি জমাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বেলভিউ হাসপাতালের চিকিৎসক সমরজিৎ নস্করের নেতৃত্বে গঠিত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভারতের বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সংকটজনক।

কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ৯৭ বছর বয়সী এ শিল্পীকে শনিবার রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তিনি কিডনিসংক্রান্ত জটিলতা ও ফুসফুসে পানি জমাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

বেলভিউ হাসপাতালের চিকিৎসক সমরজিৎ নস্করের নেতৃত্বে গঠিত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে।

চিকিৎসক সমরজিৎ নস্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। সাপোর্টিভ কেয়ার নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ওনার রেসপন্স দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অবস্থা ক্রিটিক্যাল। আমরা চিকিৎসা করেছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না।’

গত ২৪ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসা চলছে নারায়ণ দেবনাথের। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। ভর্তির সময় তার রক্তে হিমোগ্লোবিন কম ছিল।

জনপ্রিয় বাংলা কমিকস ‘বাটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘হাঁদা ভোঁদা’র স্রষ্টা নারায়ণ দেবনাথ ২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। ২০২০ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি। গত ১৩ জানুয়ারি তার অনবদ্য শিল্পকর্মের জন্য হাসপাতালে গিয়ে শিল্পীর হাতে সেই পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।

এর আগে ২০২১ সালের শুরুর দিকে শিল্পী নারায়ণ দেবনাথ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিভাগের আরো খবর